Quran Bengali Translation

Surah Al A'la


In the name of Allah, Most Gracious, Most Merciful


1

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

2

الَّذِي خَلَقَ فَسَوَّى

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।  

3

وَالَّذِي قَدَّرَ فَهَدَى

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

4

وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

5

فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

6

سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

7

إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত।

إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى

নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

8

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

9

فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

10

سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى  

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

11

وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

12

الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى

সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

13

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

14

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

15

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

16

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

17

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

18

إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

19

صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

*********



© Copy Rights:

Zahid Javed Rana, Abid Javed Rana,

Lahore, Pakistan

Email: cmaj37@gmail.com

Visits wef Aug 2024